ইতালি থেকে ফিরে নির্ঝঞ্ঝাটে যেন ঘর করতে পারেন নবদম্পতি রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া সেই উদ্দেশ্যে ঢেলে সাজানো হচ্ছে ইয়াশ রাজ বাংলোর নিরাপত্তা ব্যবস্থা। পাপারাজ্জিদের ঝামেলা যাতে শুটিং সেটের মতো বাড়িতেও সামলাতে না হয় সে জন্য নেওয়া হচ্ছে এই ব্যবস্থা। চলতি সপ্তাহেই মুম্বাইয়ে ফিরছেন এই নবদম্পতি। আসার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের খপ্পরে পড়তে চান না তারা। আর তাই দুর্গের মতো নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হচ্ছে তাদের বাসভবন।
চোপড়াদের বাসভবনের নিরাপত্তা বাড়ানোর কাজে নিয়োজিত একজন এ ব্যাপারে বলেন, 'তাদের বাড়ি সুউচ্চ এক দেয়ালে ঘেরা। ভিতরের অংশ আবার অনেক উঁচু।'