পাশ্চাত্যের জনপ্রিয় র্যাপার পিটবুল বলেছেন, প্রিয়াঙ্কা চোপড়ার কণ্ঠ দারুণ। তার সঙ্গে কাজ করার অনুভূতি সুখকর। প্রিয়াঙ্কা গান ভালোবাসেন। বিশেষ করে 'এক্সোটিক' গানের মিউজিক ভিডিওর সময় আমরা অনেক মজা করেছি। সেসব স্মৃতি আজও মনে পড়ে। পিটবুলের সুর-সংগীতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া 'এক্সোটিক' শিরোনামের গানটি করে ব্যাপক আলোচনায় আসেন। একেকবার একেকজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করার কারণ সম্পর্কে পিটবুল বলেন, আমি সুন্দরী গায়িকাদের সঙ্গে গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারের ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সং করছেন পিটবুল। তাই আলোচনায় তিনি।