প্রেমের পর ঘটা করেই প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেছিলেন 'ডার্টি পিকচার'খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু কিছুদিন যাবৎ বিদ্যার সংসার ভাঙনের মুখে রয়েছে বলেই বলিউডে কানাঘুষা চলছে। সিদ্ধার্থ রায় কাপুর ও বিদ্যা বালানের মধ্যে এখন মনোমালিন্য মারাত্দক আকার ধারণ করেছে। মনোমালিন্যের সূত্রপাত হয়েছে সিদ্ধার্থ নতুন এক অভিনেত্রীকে নিয়ে কাজ শুরু করার পর থেকে। নতুন এই অভিনেত্রীর নাম অবশ্য এখনো জানা যায়নি। নতুন অভিনেত্রীকে প্রচারের আলোয় আনতে সিদ্ধাথের্র ভূমিকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল শুরু হয়েছে। গুজব রটেছে, বিদ্যার অনুপস্থিতিতে নতুন অভিনেত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ।