জঙ্গলের রাজা টারজানের সঙ্গে জেনের উত্তাল রোমান্স। বৃষ্টি ভেজা দৃশ্য থেকে শুরু করে থাকছে আরো উত্তেজক দৃশ্যও।
'টারজান' শিরোনামে দারুণ উত্তেজক একটি গানের দৃশ্য এটি। বালাজি ফিল্মসের কর্ণধার বিখ্যাত একতা কাপুরের প্রযোজনায় বিনয় মজুমদারের পরিচালনায় খুব শিগগিরই শুরু হবে 'কুকু মাথুর কি ঝান্দ হো গায়ি' নামে একটি হাসির ছবির কাজ। এই ছবিতেই টারজান-জেনের রোসান্স দেখা যাবে।
'টারজান' শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন অনু মালিক। গানটিতে টারজান হিসেবে দেখা যাবে সিদ্ধার্থ ভরদ্বরাজকে। আর জেন চরিত্রে দেখা যাবে সিমরান কৌর মুন্ডিকে।