টুইটারে নিজের মেকআপ ছাড়া ছবি পোস্ট করে সানি লিওন লিখলেন, 'এই হল আসল সানি আপনি কী চিনতে পারছেন।'
লস অ্যাঞ্জেলসে স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাইয়ে আসার পথে এই ছবিগুলি টুইটারে পোস্ট করেন সানি। যা বরাবরের মত এবারও সবার আকর্ষনের কারণ হয়ে দাড়িয়েছে।