সোহেল রানা বিদুৎ এর প্রযোজনায় আরটিভির অনুষ্ঠান ‘আমার মা’ এর এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন মেহের আফরোজ শাওন ও মিথিলার মা। অনুষ্ঠানটি আরটিভিতে আজ রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে।
অনুষ্ঠানে শাওন ও মিথিলা কথা বলবেন তাদের মাকে নিয়ে। আর মায়েরা কথা বলবেন তাদের নানা অজানা বিষয় নিয়ে।