বলিউডে কোনও নায়িকার একবার সানাই বাজলে তার কেরিয়ার নাকি একেবারে লাটে ওঠে। বিবাহিত নায়ক যখন একের পর এক হিট দিতে ওস্তাদ, অন্যদিকে বিয়ের পরই শনির দশা লাগে নায়িকার কেরিয়ারে। এর অনেক প্রমাণ অবশ্য অতীতে পাওয়া গেছে।
এমন কোনও ঘটনা ঘটতে পারে সদ্য বিবাহিত রানী মুখার্জির বেলায়ও। অন্যদিকে আরেক বঙ্গললনা বিপাশা বসুও রয়েছেন বিয়ের লাইনে। কিন্তু এই দু'জনের বিয়ে খবরে এতো গল্প কেন? ব্যাপারতো একটা অবশ্যই আছে।
ব্যাপারটি হলো, অাগস্ট মাসের বক্স অফিসে একেবারে মুখোমুখি লড়াইয়ে নামবেন রানী ও বিপাশা। ছবির নাম 'মর্দানি' ও 'ক্রিচারস'।
শ্বশুরমশাই যশরাজের ব্যানারেই 'মর্দানি' ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে রানীকে। অন্যদিকে, সবচেয়ে প্রিয় ফিল্মিধারা হরর ছবি 'ক্রিচারস' এ দেখা যাবে বিপাশা বসুকে।
জানা গেছে, এই দু'ছবির মুক্তির তারিখ একই দিনই। আর এই ছবি দু'টির মধ্য দিয়ে প্রথমবার বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন রানী ও বিপাশা।