আবহাওয়া মোকাবিলায় নিজেদের প্রস্তুত করে তুলতে মানুষ যেন একত্রিত হয়ে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ থেকে প্রচার শুরু হচ্ছে 'আমরাই পারি' নামের নতুন একটি রিয়েলিটি টিভি সিরিজ। আট পর্বের এই অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। আর অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভিতে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ও পুনঃপ্রচার হবে বুধবার বেলা ২টা ১৫ মিনিটে।
সমাজের সবার অংশগ্রহণ এবং একসঙ্গে কাজ করার মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের যে চর্চা, সেটি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকেই করে আসছেন। যদিও শতকরা ৪৫ ভাগ মানুষই জানিয়েছেন, চরম আবহাওয়ার কারণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে সেগুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা তারা জানেন না। এ প্রেক্ষাপটে 'আমরাই পারি' এ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে এ বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। একই সঙ্গে পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায় সে সম্পর্কিত বিভিন্ন বিষয়ও দর্শকদের জানাবে এই অনুষ্ঠানটি।