অভিনেত্রী-মডেল মিথিলা প্রায় দুই বছর ক্যামেরার পিছনে। মা হওয়ার আগে থেকেই তিনি বিরতিতে চলে যান। এরপর তিনি মা হয়েছেন। তাই অভিনয় আর করা হয়নি। মিথিলা এখন সন্তান রেখে একটু নড়তে-চড়তে পারছেন। তাই সুযোগ পেয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলেন। গত ৩০ এপ্রিল মিথিলার সন্তান এক বছর পূর্ণ করেছে। তাই এখন আবারও অভিনয়ে নিয়মিত হয়ে ওঠার চেষ্টা করছেন। আর শুরুতেই অভিনয় করলেন রেদওয়ান রনির পরিচালনায় একটি নাটকে। এ নাটকে তার সহশিল্পী হচ্ছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও মৌটুসী বিশ্বাস। মিথিলা জানান, তার সন্তান এখনো ছোট। তাই পুরোপুরি ব্যস্ত না হয়ে মাঝে-মধ্যে কাজ করবেন।