অগণিত ভক্ত-দর্শকের হৃদয় জয় করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দুই দশকের বেশি সময় চলচ্চিত্রজগতে তার বিচরণ। দীর্ঘ অভিজ্ঞতায় অভিনয়ের খুঁটিনাটি তার নখদর্পণে। সম্প্রতি টুইটারে অভিনয়জ্ঞান বিতরণ করে খবরের শিরোনাম হয়েছেন শাহরুখ। অসংখ্য অনুসারী ও ভক্তদের উদ্দেশে সম্প্রতি তিনি অভিনয়ের গুরুত্বপূর্ণ কিছু টিপস তুলে ধরেছেন। শাহরুখ টুইটারে লিখেছেন, 'অভিনয় জ্ঞান ১ : যা আপনি বোঝেন না, তা ফুটিয়ে তোলাটাই হচ্ছে অভিনয়। জানা কোনো বিষয় তুলে ধরাকে অভিনয় বলা যায় না। কোনো কিছু জানলে সেটাকে 'ফ্যাক্ট' বলে। কাজেই জানা কোনো বিষয়ে অভিনয় করলে তা 'অ্যাক্টিং' নয়, 'ফ্যাক্টিং' হয়ে যায়।'ু