সুইজারল্যান্ডে যে বাড়িতে শেষ জীবন কাটিয়েছেন চার্লি চ্যাপলিন সে বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ জন্য খরচ হবে চার কোটি পাউন্ড। ২০১৬ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাদুঘরটি। নির্বাক চলচ্চিত্রের কিংবদন্তি তারকা চার্লি চ্যাপলিন মারা যান ১৯৭৭ সালে। জীবনের শেষ ২৫ বছর তিনি কাটান সুইজারল্যান্ডের করসিয়ের-সার-ভেভেতে অবস্থিত ম্যানর ডি ব্যান-এ। ম্যাকার্থির আমলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান রাজনৈতিক অস্থিরতায় চ্যাপলিনের বিরুদ্ধেও অভিযোগ ওঠে সমাজতন্ত্র সমর্থনের। ষাটোর্ধ্ব চ্যাপলিন সুইজারল্যান্ডে পাড়ি জমাতে বাধ্য হন। জেনেভা লেকের তীরে প্রায় ১৪ হেক্টর জায়গাজুড়ে ছিল তার বাড়ি।