প্রায় দেড় বছর পর কোনো বিজ্ঞাপনে কাজ করলেন মডেল ও চলচ্চিত্র অভিনেতা নিরব। তার সঙ্গে জুটি হয়ে কাজ করছেন নাবিলা। বর্তমানে আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে তেজগাঁওয়ের কোক স্টুডিতে। ২১ ও ২২ মে টাঙ্গাইলের জমিদার বাড়িতে বিজ্ঞাপনটির বাকি অংশের শুটিং হবে। এ প্রসঙ্গে নিরব জানান, অনেক দিন পর একটি ভালো বিজ্ঞাপনের অফার পাওয়ায় কাজ করতে রাজি হলাম। টাঙ্গাইলের জমিদার বাড়িতে আয়োজন করা হয়েছে রাজকীয় এক পরিবেশ। এতে থাকছে হাতিসহ রাজাদের আরও সরঞ্জাম। এছাড়া আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন নাবিলা। নাবিলার কাজ এর আগেও দেখেছি। আর এবার প্রথম তার সঙ্গে জুটি হয়ে কাজ করছি। আশা করছি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।