সম্প্রতি প্রকাশিত হয়েছে তরুন কণ্ঠশিল্পী আশেক মনজুরের একক অ্যালবাম 'শুধু তোমাকে। আধুনিক মেলোডিধর্মী এ অ্যালবামে ১৪টি গান রয়েছে। গানের কথা হচ্ছে- এক মুঠো ফাঁকি, আলগা করো গো খোঁপার বাঁধন, কি খুঁজিস, ভালবাসি তোমায়, ভুল, শুধু তোমাকে, জন্মান্তরীণ, মন মানে না, ভাগ্য গুন্ডে, ইচ্ছেপুর, পাপ কিনেছি, ভালবাসা, একাকীত্ব, পাখিটি পোষা। আলগা করো গো গানটির কথা ও সুর জাতিও কবি কাজী নজরুল ইসলামের। অন্য গানগুলো লিখেছেন জাহিদ আকবর, শিরিন মহল, অর্বাচীন আনন্দ, ফারিয়াহ প্রেমা, ঐশী হানিফ ও নিলয় আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।