সজল আহমেদের রচনা এবং বি ইউ শুভর পরিচালনায় নাটক 'একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প'। দুই বন্ধু সাদিক এবং রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আন্নার। এক সময় বিষয়টি দুজনের কাছেই স্পষ্ট হয়ে যায়। কী করবেন আন্না? এমনই গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকের গল্প। মেহ্জাবীন চৌধুরী বলেন, 'এমন গল্পে আগে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি আমার। তবে আমি আগের চেয়ে অভিনয়ে আরও বেশি মনোযাগী হওয়ার চেষ্টা করছি। অভিনয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। '