আবারও বাংলাদেশের চলচ্চিত্রে গান করতে যাচ্ছেন কুমার শানু। পি জি মোস্তফার কাহিনী ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন উৎপল সর্বজ্ঞ। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে নায়ক হিসেবে কণ্ঠশিল্পী এসডি রুবেল এবং কলকাতার দুই-তিনজন নায়িকার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। পরিচালক জানিয়েছেন, 'নায়ক-নায়িকা চূড়ান্ত না হলেও এই সিনেমায় কুমার শানু গাইছেন এটা নিশ্চিত। সব ঠিকঠাক হলে আগামী সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু করতে পারব বলে আশা করছি।' প্রসঙ্গত, ১৯৮৫ সালে আলম খানের সুরে 'তিনকন্যা' সিনেমায় প্রথম বাংলাদেশে গান করেন কুমার শানু।