লরিয়াল প্যারিসের দুই শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফ্রিদা পিন্টো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন। ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে পণ্যটির প্রচারের অংশ হিসেবে একসঙ্গে ছবি তুললেন তারা। সঙ্গে ছিলেন একই পণ্যের আরও দুই শুভেচ্ছাদূত মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া ও রুশ মডেল নাতাশা পলি। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন ঐশ্বরিয়া ও ফ্রিদা। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফ্রিদা ফটোশুট শেষে লরিয়াল প্যারিসের বর্ণিল কক্ষ দ্য মার্টিনেজে গিয়ে অ্যাশকে জড়িয়ে ধরেন। এরপর দুজন উৎসববিষয়ক আলাপচারিতায় মেতে ওঠেন। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে ছবি তুলতে পেরে আনন্দিত তিনি। ঐশ্বরিয়া বলেছেন, 'এবারই প্রথম সামনাসামনি ফ্রিদার সঙ্গে দেখা হলো।'