দীপকাকে অনেক চেষ্টা করেও পরিচালক করণ জোহর 'শুদ্ধি'তে অভিনয় করানোর জন্য রাজি করাতে পারেননি। সঞ্জয়লীলা বনশালির 'বাজিরাও-মস্তানি'তে দীপিকা হ্যাঁ করে ফেলেছেন, এর কারণ একটাই যে রণবীর সিং সঙ্গে আছে।
তারপর থেকেই করণের 'শুদ্ধি' নিয়ে নানা বিপত্তি। একের এক নামজাদারা নাকচ করে চলেছেন করণকে। অন্যদিকে 'শুদ্ধি' অবস্থা দেখে সঞ্জয়লীলা বারংবার তীব্র ব্যঙ্গ করে চলেছেন করণকে। সঞ্জয়লীলাকে চুপ করাতে ইতিমধ্যে 'শুদ্ধি'র রিলিজ ডেটও ঘোষণা করে ফেলেছেন করণ।
শোনা গেছে, দীপিকাকে ফের 'শুদ্ধি'তে ফিরিয়ে আনতে নানা রকম চেষ্টা করে চলেছেন করণ। তাই তো রবিবার সন্ধ্যাতে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ডিনারে আমন্ত্রন জানিয়ে, ছবি নিয়েই নাকি নানা রকম আলোচনা করেছেন করণ।
তবে দীপিকা নাকি আপাতত কোনও সিদ্ধান্তে যাননি 'শুদ্ধি' ছবি নিয়ে।