অভিনেত্রী লায়লা হাতামিকে অভিবাদন জানাতে এগিয়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট গিলস জেকব। ফ্রান্সের প্রথা মাফিক অভিনেত্রী লায়লা হাতামি-র গালে গাল ঠেকিয়ে চুমু খান ৮৩ বছর বয়সি জেকব। ইরানের এক টিভি চ্যানেলে ধরা পড়ে সে দৃশ্য। আর তাতেই হইচই পড়ে গিয়েছে ইরানে। তাদের দাবি, এমন কাজ করে ইরানের মেয়েদের পবিত্রতা নষ্ট করা হয়েছে।
তাঁর পরনে ছিল হালকা সাদা রঙের স্কার্ট-ব্লাউজ। রুপোলি কাজ করা গোটা পোশাকে। ইরানি মেয়েদের সচরাচর যে বেশভূষায় দেখতে পাওয়া যায়, তা একেবারেই নয়। এমনকী হিজাবও নেই। তার বদলে মাথা ঢেকে রেখেছে নকশা করা টুপি।
২০১২ সালে তার অভিনীত ছবি ‘এ সেপারেশন’ বিদেশি ছবির বিভাগে অস্কার পায়। এ বছর কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে মনোনীত হন লায়লা।
ইরানের সরকারি টিভিতে সে দেশের উপ-সংস্কৃতি মন্ত্রী হোসেন নৌশাবাদিকে বলেছেন, 'এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইরানের মেয়েদের পবিত্রতার বিষয়টি মাথায় রাখবেন। যাতে এ দেশের মহিলাদের ভাবমূর্তি কোনও ভাবে নষ্ট না হয়।'
গিলস জেকব বলেন, 'আমি লায়লার গালে চুমু খেয়েছিলাম। সে মুর্হূতে তিনি কিন্তু আমার চোখে আগে ইরানের ফিল্ম দুনিয়ার এক জন প্রতিনিধি ছিলেন। পরে অভিনেত্রী।'
গিলসের কথায়, 'পশ্চিমী দুনিয়ায় এ ভাবেই অভিবাদন জানানো হয় পরস্পরকে। একটা সাধারণ প্রথা মাত্র। এ নিয়ে এত হইচইয়ের কোনো কারণ দেখছি না।'