ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক ছবিতে অভিনয় করে আসছিলেন চকলেট হিরো ইমন। ২০০৮ থেকে এ পর্যন্ত একাধারে দেড় ডজন প্রেমের ছবিতে চুটিয়ে প্রেম করতে করতে এখন এই প্রেমিক নায়ক বড্ড ক্লান্ত। নিজেকে ভেঙে-চুরে নতুন রূপে গড়তে চান। যেমন প্রত্যাশা তেমন প্রাপ্তি। নির্মাতা এম এ রহিম তার কাছে অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে হাজির। ছবির শিরোনাম 'জানে না এই মন'। নামে রোমান্টিকতার গন্ধ থাকলেও গল্পে অ্যাকশনের ছড়াছড়ি। রীতিমতো মারকুটে চরিত্র। সম্প্রতি আফতাবনগরে এই ছবির শুটিংয়ে অংশ নিলেন তিনি। ভিলেনকে ঘায়েল করতে হেলিকপ্টারে উড়ে এলেন হিরো ইমন। হাতে রিভলবার। সঙ্গে নায়িকা জানভী। তারপর মারপিট-দাঙ্গা-হাঙ্গামা। বাকিটা বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। খুশিতে আত্দহারা ইমন বলেন, আশা করছি প্রেমিক ইমনের মতো অ্যাকশন ইমনকেও সমানতালে গ্রহণ করবেন দর্শক।