সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন নুসরাত মম। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ও নজরুল ইসলাম বাবুর পরিচালনায় নাটকটির নাম 'গল্পটা আমাদের'। জনসচেতনতামূলক এ নাটকে আরও অভিনয় করেছেন নওশীন, পূজাসহ আরও অনেকে। নাটকে অভিনয় প্রসঙ্গে নুসরাত মম জানান, অনেকদিন পর ভালো একটি গল্পে কাজ করতে পেরেছি বলে ভালো লাগছে। নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি মা ছাড়া সন্তানকে নিয়ে। ওই পরিবারে বাবাই সব। এক দিকে বাবাকে হারানোর ভয় অন্যদিকে পরিবারে নতুন মা'র আগমন নিয়ে নানা ঘটনা ফুটে উঠেছে এ নাটকে। নাটকে আমাদের সমাজের নানা সমস্যা ও প্রতিবন্ধকতার ওপর জোর দেওয়া হয়েছে। আশা করছি নাটকটি ভালো লাগবে।' বর্তমানে এনটিভিতে ভালোবাসার চতুষ্কোণ ও ইচ্ছেঘুড়ি শিরোনামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি।