জিটিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান 'তারারকথা'। অনুষ্ঠানের প্রতি পর্বে জিটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানানো হবে নবীন-প্রবীণ সব সেলিব্রেটিকে। দেখানো হবে সেই সেলিব্রেটির কিছু ক্লিপস এত উঠে আসবে কেন সে আজ আমাদের কাছে সেলিব্রেটি? তার সম্পর্কে অভিমত ব্যাক্ত করবেন তার সহকর্মী ও ভক্তরা।
অনুষ্ঠানের আড্ডায় উঠে আসবে তার জীবনের গল্প। কেন কিভাবে আজকের এই অবস্থান। অনুষ্ঠানের প্রথম পর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়ক আলমগীর।
ড. মোড়ল কামরুল হাসান বায়েজিদের প্রযোজনায় 'তারার কথা' জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টায়।