আবারও এক ছবিতে জুটি বেঁধে জমিয়ে অভিনয় করা। ছবির নাম 'হাম্টি শর্মা কি দুলহানিয়া।' আর এই ছবিতেই আলিয়া বিয়ে করবে হাম্টি ওরফে বরুণ ধাওয়ানকে।
ছবিটি পরিচালনা করছেন পরিচালক শশাঙ্ক খৈতান। তিনি বলেন, 'হাম্টি ছবিটি একেবারেই রোম্যান্টিক কমেডি। যার মধ্যে রয়েছে মিষ্টি প্রেমের গল্পও।'
ছবিটি মুক্তি পেতে পারে ১১ জুলাই।