মুঠোফোনে পাঁচ গানের রেশ কাটতে না কাটতে নতুন এক প্রজেক্ট নিয়ে এ মুহূর্তে বেশ ব্যস্ত আছেন আইয়ুব বাচ্চু। যেটি হবে তার ভক্তদের জন্য আরও এক নতুন চমক। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, 'আমার কোনো চমক মানেই তো গান কিংবা গিটারবিষয়ক। তবে এই বিষয় নিয়ে এখন আর কিছুই বলতে চাচ্ছি না। এটি আমার ভক্তদের জন্য একটি সারপ্রাইজ হয়ে থাকুক।' একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এখন তিনি ব্যস্ত নতুন ১০টি গান তৈরি নিয়ে। সেই সঙ্গে তিনি তৈরি করছেন ১০টি গিটার ইনস্ট্রুমেন্টালও। আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে দেশের একটি স্বনামখ্যাত অডিও প্রযোজনা সংস্থা থেকে প্রকাশ পাবে এ ১০ গান এবং ১০ গিটার ইনস্ট্রুমেন্টালের দুটি সিডি।