কলকাতার মেয়ে রানী মুখার্জির ইচ্ছা ছিল তার বিয়ে হবে খাঁটি বাঙালি কায়দায়। দেশের বাইরে, আত্দীয়-পরিজন থেকে দূরে, ঘরোয়াভাবেই বিয়ের কাজটা সারতে হয়েছে রানী-আদিত্যকে। কিন্তু প্রিয়তমার ইচ্ছা পূরণে কমতি রাখেননি আদিত্য। নিশ্চিত করেছেন সব ধরনের বাঙালি সংস্কার যেন মানা হয়। পায়ে আলতা থেকে শুরু করে বটপাতায় বিয়ের নিমন্ত্রণ, শুভদৃষ্টি এমনকি পণ্ডিতের মন্ত্রপাঠও যেন হয় বাংলায় প্রতিটি বিষয় খেয়াল রেখেছেন আদিত্য।
টোপর মাথায় দিয়ে ধুতি-পাঞ্জাবি পরে সুদূর ইতালিতে প্রেমিকাকে বধূ হিসেবে বরণ করে নিয়েছেন এই নির্মাতা-প্রযোজক। ২১ এপ্রিল ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন এ জুটি।