ক্যামেরন ডায়াজ-বেনজি ম্যাডেন 'চার্লিস অ্যাঞ্জেলস' তারকা ক্যামেরন ডায়াজের সঙ্গে মার্কিন গিটারিস্ট ও গায়ক বেনজি ম্যাডেন অভিসারে মেতেছেন বলেই গুঞ্জন উঠেছে হলিউডে। প্রায় এক মাস ধরে বয়সে ছয় বছরের ছোট ম্যাডেনের সঙ্গে অভিসারে মেতেছেন ৪১ বছর বয়সী ডায়াজ। ম্যাডেনের ভাই জোয়েলের স্ত্রী নিকোল রিচি। নিকোল রিচির মাধ্যমেই একে অন্যের সঙ্গে প্রথম পরিচিত হন ডায়াজ ও ম্যাডেন। অথচ কিছুদিন আগেই ডায়াজ দাবি করেছিলেন, আপাতত নতুন কোনো সঙ্গীর খোঁজ করছেন না তিনি। তার ভাষ্য ছিল, 'অনেকের সঙ্গেই আমার আত্দিক বন্ধন আছে। আপাতত খুব কাছের এই বন্ধুদের নিয়েই আমি থাকতে চাই।'