রেড কার্পেটে পা রেখেই সকলকে চমকে দিয়েছেন ঐশ্বরিয়া। মেদ ঝরিয়ে আবার পুরনো গ্ল্যামারে কানে এবার তিনিই সেরা। ঐশ্বরিয়া রেড কার্পেটে হাঁটার এক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছবি ছড়িয়ে পড়েছিল।
আর ঠিক এক দিনই পরই ফের নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। ঐশ্বরুয়ার পোশাক নাকি কপি! তাঁর অনেক আগেই এই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হুবুহু একই পোশাক পরেছিলেন ব্রডওয়ে অভিনেত্রী ক্রিস্টিন সেনোওয়েথ।
সোনালি রঙের স্ট্র্যাপলেস মারমেড রবার্তো ক্যাভিলি গাউনের সঙ্গে সফট কার্লের খোলা চুল ও রুবি লাল লিপস্টিকে এটাই বোধহয় ১২ বছরে তাঁর সর্বসেরা লুক। তবে সাজার আগে আরেকটু সতর্ক হতে পারতেন তিনি।
সম্পূর্ণ একই পোশাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দেখা গিয়েছিল ক্রিস্টিনকে। তবে পোশাক নকল হলও ক্রিস্টিন সেনোওয়েথকে রেড কার্পেটে টেক্কা দিয়েছেন ঐশ্বরিয়া।