আবারও চলচ্চিত্রে সরব হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিতে তিনি অভিনয় করবেন। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ দুই বছর পর চলচ্চিত্রে ফিরছেন তিনি। ছবিতে ডিপজলের অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন পরিচালক রাজু। এ সম্পর্কে তিনি বলেন, ছবিতে অভিনয়ের ব্যাপারে ডিপজলের সাথে চূড়ান্ত কথা হয়েছে। তিনি আমার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
অন্য একটি সূত্রে জানা গেছে, ছবিতে আরও অভিনয় করবেন বাপ্পি ও মাহী।
ডিপজল সর্বশেষ পি এ কাজল পরিচালিত 'লাল্টু কসাই' ছবিতে অভিনয় করেছেন। ছবিতে তার সঙ্গে আরও ছিলেন শাকিব খান। ২০১২ সালে শুটিং শেষ হওয়া এই ছবিটি মুক্তি পায় চলতি বছরের মার্চ মাসে। নব্বই দশকের শেষ দিকে কাজী হায়াৎ-এর 'তেজী' ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় ডিপজলের।