বলিউডের পরিচালক বাসু ভাগনানি বেজায় চটেছেন বিপাশার ওপর। সে কারনে ভবিষ্যতে তার সঙ্গে আর কাজ না করারই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ভাগনানির ছবি ‘হামশকলস’এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিপাশা বসু৷ সাজিদ খান নির্দেশিত এই ছবি মুক্তি পয়েছে শুক্রবার৷ ছবিটি নিয়ে বাসুর অনেক আশা থাকলেও শুরু থেকেই ছবির সমস্থ প্রচারকাজে গায়েব ছিলেন বিপাশা। আর তাই রেগেমেগে একাকার পরিচালক।
ছবিতে রয়েছেন, সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, ইশা গুপ্তা ও তমন্না ভাটিয়া৷ ছবির স্কিনিংয়ে এসে ভগনানি জানান ‘আমি ভবিষ্যতে বিপাশার সঙ্গে কাজ করব না৷ আমার এমন বলা উচিত নয় কিন্তু ওর সঙ্গে আর কাজ না করারই চেষ্টা করব৷’
যদিও বিপাশা জানিয়েছিলেন, ছবিতে তার রোল নিয়ে সন্তুষ্ট নন বলেই প্রচারে আসেননি৷ তবে বাসু ভাগনানি এদিন জানান, তিনি বিপাশাকে তার রোল সম্পর্কে সমস্ত তথ্যই আগে থেকে জানিয়েছিলেন৷