অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবি 'হলিডে: এ সোল্জার ইজ নেভার অফ ডিউটি' রিলিজের মাত্র ১৫ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে নিজের নাম লিখিয়েছে।
অক্ষয় কুমারের ঝুলি স্বভাবতই আরও একটা হিটের সমখ্যা বাড়ল কারণ ইতিমধ্যেই এই ছবিতে সুপার হিট ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালের জুন মাসের মধ্যেই হলিডে ছাড়াও আরও দুটি ছবি রয়েছে ১০০ কোটির ক্লাবে। সালমান খান অভিনীত 'জয় হো' ও অর্জুন কাপুর-আলিয়া ভাট অভিনীত '২ স্টেটস'।