প্রেমের তত্ত্ব তালাশ করবে রিমা কাগতির নতুন ছবি। এই ছবিতেই নবাব খান এবার বড় পর্দায় প্রমে পড়তে চলেছেন কঙ্গনা রানাওয়াতের। 'তলাশ' ছবির পরিচালক রিমা কাগতির আগামী ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সাইফ আলি খান ও কঙ্গনা।
এই ছবির গল্পটি লিখেছেন জোয়া আখতার। সাধারন প্রেম কাহিনীর চেয়ে এই ছবির গল্প একটু আলাদা সেটা বেশ স্পষ্ট। সাইফ-কঙ্গনার জুটির লাভ কেমিস্ট্রি পরিচালকের জন্য গুডলাকই প্রমাণিত হবে বলে আশা করা যাচ্ছে।