আমেরিকা থেকে দেশে ফিরলেন প্রীতি জিনতা। রবিবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সংবাদমাধ্যমকে এড়িয়ে বিমানবন্দরের অন্য এক্সিট দিয়ে বেরিয়ে যান এই বলিউড অভিনেত্রী৷ নেস ওয়াদিয়ার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ইস্যুতে সোমবার মুম্বাই পুলিশের কাছে বক্তব্য রেকর্ড করাবেন তিনি৷
১২ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় প্রাক্তন প্রেমিক ও বিজনেস পার্টনার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছিলেন প্রীতি৷ কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালকিনের অভিযোগ ছিল, ৩০ জুন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল প্লে অফ ম্যাচ চলাকালীন গাড়ওয়ারে প্যাভিলিয়নে তাঁকে হেনস্থা করেন বম্বে ডাইং গোষ্ঠীর অন্যতম কর্তা নেস ওয়াদিয়া৷ তবে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন নেস ওয়াদিয়া৷
অন্যদিকে, ইতোমধ্যেই আটজন বিসিসিআই ও আইপিএল কর্তার বক্তব্য রেকর্ড করেছে পুলিশ৷ সূত্রের খবর, তাদের মধ্যে অনেকেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন৷ প্রীতির বক্তব্যের পর আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ তারপরই ডেকে পাঠান হবে নেস ওয়াদিয়াকে৷ এদিকে, প্রীতি-কাণ্ডের ছায়া পড়েছে অন্ধকার জগতেরও৷ নেসের বাবা নুসলি ওয়াদিয়াকে প্রীতি জিনতার মামলা থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়ে এক মাফিয়া ডন ফোন করেছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে৷ রবি পূজারি নামে ওই ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷