ছোট্ট আরিয়ানকে কোলে নিয়ে তোলা একটি ছবি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন শাহরুখ। টুইটারে 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের অনুসারীর সংখ্যা ৮০ লাখ পেরিয়ে গেছে। প্রায়ই সন্তানদের নিয়ে টুইটারে আবেগপূর্ণ মন্তব্য প্রকাশ করে স্নেহশীল বাবা হিসেবে সুনাম কুড়িয়েছেন খান সাহেব। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ছেলে আরিয়ানকে নিয়ে স্মৃতিকাতর ও হৃদয়স্পর্শী একটি মন্তব্য টুইট করে খবরের শিরোনাম হলেন কিং খান। ছোট্ট আরিয়ানকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে ছবির নিচে শাহরুখ লিখেছেন, 'একটা সময় ছিল যখন এমন রাশি রাশি নিষ্পাপতাকে বাহুবন্দি করতে পারতাম আমি। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সন্তানের বয়সও যেন অবিশ্বাস্য গতিতে ছুটে চলে। আজ আরিয়ানের কাঁধ আমার কাঁধকে ছাড়িয়ে গেছে।'
স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে শাহরুখের সুখের সংসার। ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার বয়স যথাক্রমে ১৭ ও ১৪। ২০১৩ সালে শাহরুখ তৃতীয় সন্তানের বাবা হন। ছেলে আবরামের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।