ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলিউড তারকা আমির খান। আজ সোমবার দিল্লীর সাইথ ব্লকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান এই অভিনেতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় আমির খান বলেন, 'এই মাত্র ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলাম। আমাকে মূল্যবান সময় দেয়ার জন্যে আমি তার প্রতি কৃতজ্ঞ। তার সঙ্গে ‘সত্যেমেভ জয়তি’ অনুষ্ঠানের ‘ভোট ফর চেইঞ্জ’ ক্যাম্পিংয়ে মানুষ কিভাবে সাড়া দিয়েছিলো তা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন এই বিষয়গুলো দেখবেন।'
এদিকে প্রধানমন্ত্রীর অফিস থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমির খানের একটি ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে।