দীর্ঘদিন ধরে শাহরুখ খান এবং সালমান খানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বর্তমানে দুজনের শীতল সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে।
সালমানকে নিয়ে শাহরুখ বলেন, 'সালমান ভাই অমায়িক। তার বিগ বস অনুষ্ঠানে আসার চেষ্টা করব।'
এবারের সালমান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বসে শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' নামের নতুন ছবির প্রচার করবেন বলে সালমান তার ইচ্ছা প্রকাশের পর শাহরুখও জানিয়ে দিলেন, তিনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করার সর্বোচ্চ সুবিধাটাই নেবেন।
সালমান খানের উক্তি প্রসঙ্গে শাহরুখ বলেছেন, 'প্রোডাকশনের একটি অংশ হচ্ছে মার্কেটিং। আমাদের যেখানে যা করতে বলা হয়, আমরা সেটা করব। আমাদের যেখান থেকে আমন্ত্রণ জানানো হবে, সেখানে যেতে পারলেই খুশি।' শাহরুখ আরও বলেন, 'আমি মনে করি, সালমান আমাদের ছবি সম্পর্কে কথা বলেছেন, এটা উদারতা।'