'নেকাব্বরের মহাপ্রয়াণ' চলচ্চিত্রের দেশ ভ্রমণ শুরু হচ্ছে। দর্শকের বিপুল আগ্রহে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের ব্যবস্থা করেছেন এর পরিচালক মাসুদ পথিক। সহযোগিতা করছে সারা দেশের শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক কর্মীরা। চলচ্চিত্রটির দেশ ভ্রমণ শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টায়, সাড়ে ৬টায় এবং রাত সাড়ে ৮টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে নেকাব্বরের মহাপ্রয়াণ। আয়োজনের উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। এরপর ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সরকারি অনুদানে ও কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা নেকাব্বরের মহাপ্রয়াণ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন নির্মলেন্দু গুণ, সিমলা, জুয়েলসহ অনেকে। নির্মাতা মাসুদ পথিক বলেন, 'অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা চলচ্চিত্রটি শেষ করেছি। এখন দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।'