ব্যবসার পাশাপাশি শোবিজে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই শুরু করেছেন অনন্ত জলিল। এদিকে বর্ষা বেশ কিছু টিভি নাটক এবং মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে মোটামুটি পরিচিত। ঠিক এমন একটা সময়েই দুজনের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। সেই ভালোবাসাই পরে গড়ায় বিবাহে। জুটি হিসেবে একের পর এক ছবি উপহার দেন এই দম্পতি। গতকাল ২৩ সেপ্টেম্বর ছিলো অনন্ত-বর্ষার বিবাহবার্ষিকী। ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিলো বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। সেখানেই অনন্তকে বিবাহবার্ষিকীর উপহার হিসেবে সবার সামনে চুমু দেন বর্ষা।
ব্যক্তি জীবনের নানা ঘটনায় অসংখ্যবার সংবাদমাধ্যমের আলোচনায় এসেছেন তারা। ভার্চুয়াল মিডিয়ায়ও অনন্ত-বর্ষাকে নিয়ে রয়েছে দারুণ আগ্রহ। এবার এ জুটি ফের আলোচনায় উঠে এসেছেন ফেসবুকে একটি আলোকচিত্র প্রকাশ করে। চিত্রনায়িকা বর্ষা বুধবার তার ফেসবুকে তাদের সেই চুম্বনের ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে সবার সামনেই অনন্তের গালে চুম্বন করছেন বর্ষা। এ ছবিটি দিয়ে তাদের ভালোবাসার প্রকাশই ঘটেছে বলে ফেসবুকে লিখেছেন অনেকে।
অনন্ত জলিলের খোঁজ : দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ আলোচিত হন বর্ষা। এরপর অনন্ত প্রযোজিত সবগুলো ছবিতেই নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে এ জুটি যোগ করেছেন ভিন্ন মাত্রা।
তাদের ভালোবাসার সংসারে এ বছরেই আসছে নতুন অতিথি। অনাগত সন্তানের জন্য অপেক্ষা করছেন দুজনই। এই চুম্বন দৃশ্য যেন তাদের ভালোবাসায় রঙিন সম্পর্কটাকেই প্রকাশ করল। তবে প্রকাশ্যে সবার সামনে চুম্বন নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ