ক্লিভেজ বিতর্কের পর পোশাক নিয়ে এখন যথেষ্ট সচেতন বলিউডের গ্ল্যামারাস স্টার দীপিকা পাডুকোন। বিতর্কিত ঘটনার পর ‘হ্যাপি নিউ ইয়ার’ মুভির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে প্রথমবার আপাদ-মস্তক(পা থেকে মাথা পর্যন্ত) ঢেকে মানুষের সামনে হাজির হন দীপিকা। সম্ভবত ‘হ্যাপি নিউ ইয়ার’ তারকা নতুন করে আর কোন ‘ক্লিভেজ বিতর্কে’ জড়াতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্যাশন ডিজাইনার সব্যসাচীর বানানো গোল গলার একটি ড্রেসের সঙ্গে ফুল স্লিভ ব্লাউজে দীপিকাকে গর্জিয়াস লাগলেও সব্যসাচীর ক্রিয়েশন ফ্যাশন পিপাসুদের নজর কাড়তে পারল না।
কিছুদিন আগেও ‘ফাইন্ডিং ফ্যনি’-র প্রচারেও দীপিকার গ্ল্যামারাস লুক আর গর্জিয়াস ড্রেসের মিশ্রণ তাক লাগিয়ে দিয়েছিল উপস্থিত দর্শকদের। কিন্তু মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দীপিকা যেন নিজেকে এক সামুদ্রিক খোলসে বন্দি করে রেখেছিলেন৷ তার আগামী ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দেখা যাবে সেই দীপ্তিভরা বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে্ তাই সেই ছবির মিউজিক লঞ্চে এসে দীপিকার এই রূপে উপস্থিতি একপ্রকার মনক্ষুন্নই হয়েছে উপস্থিত জনগনের।
সমালোচকদের মতে দীপিকা যখন ‘ক্লিভেজ বিতর্কে’ সরব হয়েছিলেন সেখানে প্রথমবার জনগনের সামনে মাথার চুল থেকে পায়ের নখ অবধি ঢেকে আসা উচিত হয়নি। এই ‘ড্রেসিং সেন্স’ হয়ত দীপিকার লড়াইয়ে জলের ছিটে দিয়ে দিল! বলিউডের জনপ্রিয় নায়িকাদের স্টাইল স্টেটমেন্ট নকল করতে ‘অল টাইম রেডি’ থাকে ইয়ং জেনারেশন৷ প্রথম সারির নায়িকারা যাই পরুক না কেন তা অনেক সময় হয়ে ওঠে ফ্যাশন ট্রেন্ড ‘হ্যাপি নিউ ইয়ার’ স্টার দীপিকাও সেই জনপ্রিয়তার শীর্ষেই রয়েছেন। তাই অনেকেই মনে করছেন ছবি মুক্তির আগে ভক্তদের খুশি করতে দীপিকার আবার পুরনো ফর্মে ফিরে আসা উচিত।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ১৪/ মাহবুব