একটি-দুটি নয়, ক্যারিয়ারের চার যুগ অতিক্রম করলেন নায়করাজ রাজ্জাক। অর্থাৎ দীর্ঘ প্রায় ৫০ বছরের ক্যারিয়ার। এতটা বছর তিনি অভিনয় জাদুতে বশ করে রেখেছেন দর্শকদের। নায়করাজের এই চলচ্চিত্র যাত্রা নিয়ে চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত হয়েছে একটি অনুষ্ঠান। নাম 'নায়করাজের চার যুগ'। আবদুর রহমানের পরিকল্পনা, গ্রন্থনা এবং পরিচালনায় এটি উপস্থাপনা করছেন চিত্রনায়িকা মৌসুমী। গল্পে গল্পে অনুষ্ঠানে উঠে আসবে চলচ্চিত্রে আসা, নায়ক হয়ে ওঠার গল্প, জহির রায়হানের সঙ্গে পরিচয়। চার নায়িকা শবনম, কবরী, শাবানা ও ববিতার গল্প, অভিনয় জীবনে স্ত্রী লক্ষ্মীর অবদান, দুই নায়ক ছেলে বাপ্পারাজ ও সম্রাটের কথা। পাশাপাশি রয়েছে তার সহকর্মীদের গল্প। আছে বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর নায়করাজ উপাধিতে সম্মানিত করার কথাও।
নায়করাজ বলেন, 'আমি কৃতজ্ঞ এভাবে আমাকে সম্মানিত করার জন্য। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অনুষ্ঠানটির নির্দেশক আবদুর রহমান, মৌসুমী এবং চ্যানেল আই পরিবার- সবার আন্তরিক চেষ্টায় অনুষ্ঠানটি হয়েছে। দীর্ঘদিন পর কোনো অনুষ্ঠানে আমি ব্যক্তিজীবনের না-বলা অনেক কথা বলেছি। আশা করছি, ভালো লাগবে।'