ঈদের ব্যস্ততা কেমন?
ঈদ আসলে কাজের চাপ একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। এবারের ঈদে এ পর্যন্ত প্রায় ডজনখানেক নাটকে কাজ শেষ হয়ে গেছে। নাটকগুলো ঈদে দেখা যাবে।
ঈদের নাটকগুলো নিয়ে কিছু বলুন।
এবারের ঈদে আমি আর সজল ভাই তিনটি নাটকে জুটি হয়ে অভিনয় করছি। এর মধ্যে মাতিয়া বানু শুকুর রচনায় ও রুমান রুনির নির্দেশনায় নির্মিত হয়েছে নাটক 'বউ বদল' ও হাবিব জাকারিয়ার রচনায় ও অনন্য ইমনের পরিচালনায় খণ্ডনাটক 'ফিল মি' দুটি নাটকের শুটিং শেষ। আর আজ শুরু হচ্ছে জুয়েল শরিফের পরিচালনায় 'ইশারার অপেক্ষায়'। এখানেও আমি আর সজল ভাই জুটি হয়ে অভিনয় করছি। এ ছাড়া ঈদে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা আছে। কিন্তু নাটকটির নাম এখনো ঠিক হয়নি।
সজলের সঙ্গে জুটি হয়ে তিনটি নাটকে অভিনয় করেছেন। কেমন লাগল?
সজল ভাইয়ের সঙ্গে আমি প্রথম অভিনয় করি সকাল আহমেদের পরিচালনায় একটি নাটকে। এরপরও আরও বেশকিছু নাটকে আমরা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছি। সজল ভাইয়ের সঙ্গে অভিনয় করার সময় বুঝতেই পারি না যে অভিনয় করছি। অভিনয়ে অনেক সাহায্য করেন তিনি।
নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করেছেন?
সম্প্রতি চা-এর একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। কিছু দিনের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। আর এরই মধ্যে আরও বেশ কিছু বিজ্ঞাপনের অফার পেয়েছি। আমি এখন সব কাজ একটু বেছে করছি।
চলচ্চিত্রে অভিনয়ের কি অবস্থা?
এখন আপাতত নতুন কোনো ছবিতে চুক্তি বদ্ধ হচ্ছি না। মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবো শহর'র জন্য অপেক্ষা করছি।
নিজের অভিনয় দেখেন?
সব সময় নিজের অভিনয় দেখার সুযোগ হয় না। কিন্তু ঈদে দেখার চেষ্টা করি। আমি সব সময় আমার নিজের অভিনয়ের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করি। যাতে পরবর্তীতে সেই ভুলগুলো আর না করি। নিজেকে আরও পরিপক্ব করার চেষ্টা করছি।
আলী আফতাব