সম্প্রতি এক অনুষ্ঠানে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয়, বিপদে পড়লেই তিনি সালমানকে ফোন করেন- এ কথাটি সত্যি কিনা। উত্তরে অভিনেত্রী বলেন, 'কথাটা সত্যি নয়। আমি তাকে একদিন পরপর কিংবা যখনই সমস্যায় পড়ি তখনই ফোন করি না। তবে আমি যদি কখনো বিপদে পড়ি অথবা আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি তিনি আমাকে সাহায্য করবেন'।
ক্যাটরিনার এমন মন্তব্যের পর সালমানের প্রতি তার অনুরাগ নিয়ে গবেষণা চলছে। কিন্তু সহকর্মী এবং ভক্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বরাবরই উদার সালমান। সম্প্রতি নিজের প্রযোজনার ছবি 'ডক্টর ক্যাবি'র মধ্য দিয়ে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফের চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছেন তিনি।