'দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু' ও 'ট্রান্সফরমার্স : এজ অব এক্সিটিংকশন'র একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'দ্য ইকুয়ালাইজার'। আগামীকাল ২৬ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। ওই দিন থেকে স্টার সিনেপ্লেক্সওে চলবে এটি।
জনপ্রিয় টিভি সিরিজ 'দ্য ইকুয়ালাইজার' অবলম্বনে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠা অ্যাকশন থ্রিলার ধাঁচের এ ছবির পরিচালক অ্যান্থনি ফুকুয়া। পাঁচ কোটি মার্কিন ডলার বাজেটের ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।