দেশি চলচ্চিত্রের অমর নায়ক জাফর ইকবাল গানও করতেন। ১৯৬৬ সালে একটি ব্যান্ড গড়ে তুলেছিলেন তিনি। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ছিল 'পিচঢালা পথ'। এরপর 'হয় যদি বদনাম হোক আরও', 'সুখে থেকো ও আমার নন্দিনী' গানটিও শ্রোতাপ্রিয় হয়েছিল। জাফর ইকবালের গাওয়া আরেকটি বিখ্যাত গান 'যেভাবেই বাঁচি বেঁচে তো আছি/ জীবন আর মরণের মাঝামাঝি'। এ গানটি নতুন করে গাইলেন পার্থ বড়ুয়া। গানটি একটি টিভি নাটকে ব্যবহার করা হবে। নাটকটি পরিচালনা করছেন এজাজ মুন্না। দিলারা হাশেমের ছোটগল্প 'সিগামার টেলিফোন সংলাপ' অবলম্বনে তৈরি হচ্ছে এটি। এতে পার্থ বড়ুয়া অভিনয়ও করছেন। তার দুই সহশিল্পী আজাদ আবুল কালাম ও তারিন। আসছে কোরবানির ঈদে এনটিভিতে প্রচার হবে এটি। এদিকে আজ জাফর ইকবালের ৬৫তম জন্মদিন। ১৯৫০ সালের এইদিনে জন্মেছিলেন তিনি। জাফর ইকবাল অভিনীত প্রথম চলচ্চিত্র 'আপনপর'। প্রায় দেড়শ ছবিতে অভিনয় করেছেন তিনি।