চারদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে শুটিং করলেন সুজানা ও সজল। 'মিশন ইনানী রয়েল রিসোর্ট' নামে ঈদের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীম শাহেদ। বিরতিহীন এ নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের ঘষ্ঠ দিন রাত ৮টায়। শামীম শাহেদ বলেন, 'নাটকটি কক্সবাজারের ইনানী রয়েল রিসোর্টসহ বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে। শুটিংয়ের সময় পরপর চারদিন বৃষ্টি হয়েছিল। এর মধ্যে সজল ও সুজানা শুটিং করেছেন। তারা দুজনে চমৎকার অভিনয় করেছেন।'
নাটকে দেখা যাবে, সুইডেন থেকে দাদার কাছে কক্সবাজার বেড়াতে আসে সুজানা। বাবার পছন্দের পাত্রের সঙ্গে বাগদান হয়ে গেছে তার। কিন্তু হঠাৎ করেই নতুন সম্পর্কে জড়ায় সুজানা। এরপর থেকে গল্প এগোতে থাকে নানা নাটকীয় ঘটনায়।