প্রথমবারের মতো একটি ডুয়েট গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেজবা রহমান ও ফাহমিদা নবী। সোহেল রাজ ফিচারিং মেজবা রহমানের নতুন একক অ্যালবামে থাকছে এ গানটি। 'তুমি আসবে বলে' শিরোনামের এই অ্যালবামে 'তোমার জন্য একটি চিঠি' নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। মেজবা রহমান বলেন, 'অনেক দিন পর একটি একক অ্যালবাম করছি। আর এই অ্যালবামের একটি গান ফাহমিদার সঙ্গে ডুয়েট কলাম। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।