২০১০ সালে প্রকাশিত হয়ে মনির হোসেনের প্রথম একক অ্যালবাম 'ভালোবাসার শুভেচ্ছা'। আর এবারের ঈদে তার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন দ্বিতীয় একক অ্যালবাম 'ইচ্ছে'। আধুনিক, ফোক ও চতুষ্পদী মিলিয়ে মোট ১২টি গান থাকছে এই অ্যালবামে। গানগুলো লিখেছেন- মুন্সী ওয়াদুদ, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক, রাজীব হোসাঈন, বালার্ক, মনজুর বাবু, আলিফ আলমগীর এবং শিল্পী নিজে। এর মধ্যে 'তোমায় নিয়ে ভাবনা, অশ্রুকণা, ইচ্ছে, মা, কুরবানী, আকাশ হারাবে নীল, বৈশাখ, যদি বলিস, উল্লেখযোগ্য। গানগুলোর সংগীতায়োজন করেছেন- দেবেন্দ্র নাথ চক্রবর্তী, রাজিব হোসাইন, অমিত এবং সাজেদুর শাহেদ।