সবখানে নীরব খেলা চলছে। এ খেলা সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। অপূর্ব ও মম এই হিসেবের বাইরের কেউ নন। স্বামী-স্ত্রী তারা, তবু ভেতরে ভেতরে তাদের মধ্যেও চলছে প্রতিযোগিতা। এ দু'জনের সঙ্গে যোগ দিয়েছেন লুৎফর রহমান জর্জ। অপূর্বর অফিসের বস তিনি। ঘটনাটি 'দ্য মিস্টিরিয়াস গেম' নাটকের। লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। উত্তরায় শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ। কোরবানির ঈদে আরটিভিতে প্রচার হবে।
নির্মাতা হিসেবে অনেকদিন ধরেই আছেন রাজ। অপূর্বও অভিনয়ে আছেন দীর্ঘ বছর। এতদিন একসঙ্গে কোনো কাজই হয়নি। এ নাটকের মাধ্যমে অপূর্বর সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন রাজ।