চলতি মাসেই তিন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের সেক্সিসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। এর মধ্যে প্রিয় দর্শনের দুটি কমেডি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে তার আগেই মুকেশ চৌধুরী পরিচালিত নতুন ছবি 'সালি খুশি'তে অভিনয় করছেন এ অভিনেত্রী। তবে ছবির শুটিং শুরু হতে না হতেই এ নিয়ে ভালোই উত্তাপ ছড়াচ্ছেন মল্লিকা। এখানে বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি এই জুটির দ্বিতীয় ছবি। ছবিটির কাহিনী গড়ে উঠেছে সাগরপাড়ের একদল চোরাকারবারির লাইফস্টাইলকে কেন্দ্র করে। ছবিতে একজন গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন মল্লিকা। ছবিটির মাধ্যমে ব্যাপক খোলামেলা হয়েই এক বছর পর বলিউডে ফিরছেন তিনি।
এখানে বিকিনি ও সুইমস্যুট পরে একাধিক দৃশ্যে ক্যামেরাবন্দী হয়েছেন মল্লিকা। আর সেই সুইমস্যুট পরা ছবি এরই মধ্যে নিজের টুইটার একাউন্টে পোস্ট করেছেন এই সেক্সিসিম্বল অভিনেত্রী। সঙ্গে এই ছবিতে কাজ করার অনুভূতির কথাও জানিয়েছেন। দুটি ছবির মধ্যে একটিতে লাল ও আরেকটিতে গোলাপি রঙা সুইমস্যুট পোশাকে পোজ দিয়েছেন মল্লিকা।
'সালি খুশি' ছবিতে অভিনয় প্রসঙ্গে মল্লিকা সারাওয়াত বলেন, অনেক দিন পর বলিউড ছবিতে কাজ করছি। তবে আমি খুশি যে, এ ছবিতে কোনো আইটেম গান নেই। কারণ আইটেম গান করতে করতে আমি বিরক্ত। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করছি আমি। বরাবরের মতো আবেদনময়ীরূপে এখানে দেখা যাবে আমাকে। ছবিতে আমার নায়ক বিবেক। সে আমার অনেক ভালো বন্ধুও। আশা করি আমরা দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।