জরায়ুর ক্যান্সারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একেবারে পুরনো ফিগারেই ফিরে গেছেন 'দিল সে'-খ্যাত মনিষা কৈরালা। এমনকি এই ফিগার ধরে রাখতে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন বলেও জানা গেছে। ক্যান্সার সেরে ওঠার প্রতিটি ধাপ সম্পর্কে জানাতে নিয়মিত টুইট করে গেছেন বলিউডের এই নায়িকা। তার সর্বশেষ ছবিটা দেখেই বোঝা যায় জীবনযুদ্ধে বিজয়ী হওয়ার পর কতটা ইতিবাচক শক্তিতে ভরপুর আছেন তিনি। টুইটে লিখেছেন- প্রার্থনা, মেডিটেশন, শরীরচর্চা এবং সঠিক খাবারই উজ্জ্বল ব্যক্তিদের সঙ্গী। হৃদয়টা তখন ভক্তিতে ভরে উঠবেই। সৃষ্টিকর্তার শর্তহীন ভালোবাসায় আমি পূর্ণ। জীবনের সেরা মুহূর্তগুলো এখন উপলব্ধি করছি।