মোনালি ঠাকুরের সময়টা বেশ ভালোই যাচ্ছে। নাগেশ কুকুনুরের ছবি 'লক্ষ্মী'তে অভিনয় করার জন্য ওয়াশিংটনের সাউথ-এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। তাহলে এবার কোন পথে? অভিনয় নাকি গান? নাকি দুটোই একসঙ্গে? এই প্রশ্নের উত্তরে মোনালি বলেছেন, দুটোই সমান তালে চালিয়ে যেতে চান তিনি। 'অমিত ত্রিবেদী এবং আরও অনেকেই আমাকে এই প্রশ্ন করেছিলেন, কিন্তু দুটোই আমি করব। এমন গানই আমি গাই, যা থেকে আমি নিজে কিছু পেতে পারি। একই কথা অভিনয়ের ক্ষেত্রেও খাটে', বলেছেন মোনালি। এখন তিনি আব্বাস টায়ারওয়ালার ছবি 'ম্যাংগো'তে কাজ করছেন বলেও জানিয়েছেন। অর্থাৎ পুরোদস্তুর অভিনেত্রী হওয়ার পথে তিনি।