সালমান খানের সিক্স প্যাক অ্যাপ ভুয়া- এমন খবরে ভার্সুয়াল দুনিয়ায় যখন তোলপাড় চলছে, তখন কিং খান শাহরুখ নিজেই প্রকাশ করলেন তার এইট প্যাকের ভিডিওচিত্র।
এই ভিডিওতে শাহরুখ তার এইট প্যাক নিয়ে ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। কীভাবে তিনি এইট প্যাক তৈরি করেছেন, তা নিয়েও কিছু তথ্য জুড়ে দিয়েছেন।
৪৮ বছর বয়সী বলিউডের দাপুটে অভিনেতা শাহরুখ এই ভিডিওচিত্রে তার প্রশিক্ষককেও পাশে রেখেছেন। আরো আছেন 'হ্যাপি নিউ ইয়ার' চলচ্চিত্রের পরিচালক ফারাহ খান।
শাহরুখ আগেই বলেছেন, ফারাহ খানের উৎসাহে তিনি হ্যাপি নিউ ইয়ারের জন্য এইট প্যাক করতে উদ্বুদ্ধ হয়েছেন।
আশা করা হচ্ছে, এইট প্যাক নিয়ে হ্যাপি নিউ ইয়ারে হাজির হওয়া শাহরুখ নতুন করে মাতাবেন বলিউড দুনিয়া।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: http://www.youtube.com/watch?v=zelPX10ZcmY
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ